দিনহাটা আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, কি বললেন তিনি?
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় আবু মিয়া খুনের ঘটনায় সোমবার দিনহাটা মহকুমা আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন মামলার শুনানির জন্য হাজিরা দিতে আদালতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক।
তাকে ঘিরে আদালত প্রাঙ্গণে ছিল যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা। আদালত চত্বর ও সংলগ্ন এলাকাজুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আদালত চত্বরে অশান্তি এড়াতে পুলিশের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয় একাধিক কড়া পদক্ষেপ।
উল্লেখ্য, ২০১৮ সালের পঞ্চায়েত ভোট চলাকালীন আবু মিয়া খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল দিনহাটা। দীর্ঘ তদন্তের পর মামলার শুনানি চলছে। সোমবারের হাজিরাকে ঘিরে আদালত চত্বরে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের কৌতূহল ছিল চোখে পড়ার মতো।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালত প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তার বলয় জারি থাকবে এবং মামলার অগ্রগতি নিয়ে নজরদারি অব্যাহত থাকবে। মামলার পরবর্তী তারিখ আদালত নির্ধারণ করবে বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊