Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন বাস পরিষেবা, ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ ও বালুরঘাট

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন বাস পরিষেবা, ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ ও বালুরঘাট

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন বাস পরিষেবা, ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ ও বালুরঘাট


ময়নাগুড়ি, ০৪ সেপ্টেম্বর, ২০২৪: নিত্যযাত্রীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) চালু করলো এক নতুন অত্যাধুনিক বাস পরিষেবা। এই নতুন পরিষেবাটি ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ হয়ে বালুরঘাট পর্যন্ত চলবে। এর ফলে ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং আশেপাশের এলাকার মানুষেরা খুব সহজেই রায়গঞ্জ ও বালুরঘাট পৌঁছাতে পারবেন।

আজ সকালে ময়নাগুড়ি বাসস্ট্যান্ডে এই নতুন বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন NBSTC-এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি জানান, এই বাসটি প্রতিদিন সকালে ময়নাগুড়ি থেকে ছেড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রায়গঞ্জ ও বালুরঘাট পৌঁছাবে। এতে একদিকে যেমন যাত্রীদের সময় বাঁচবে, তেমনি যাতায়াতও অনেক আরামদায়ক হবে।

চেয়ারম্যান জানান, এছাড়াও ময়নাগুড়িতে একটি বাসস্ট্যান্ডের কাজ খুব দ্রুত শুরু হবে, ময়নাগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীদের দাবী মেনে দোমহনি দিয়ে শিলিগুড়ি, কোচবিহার গামী কয়েকটি বাস আগামীকাল থেকেই শুরু হবে। এতে ছাত্রছাত্রীদের কলেজে যাতায়াতে সুবিধা হবে।

নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় বিশেষ করে জলপাইগুড়ি থেকে রায়গঞ্জগামী যাত্রীরা অত্যন্ত খুশি। এতদিন তাঁদের সরাসরি বাসের অভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন বাসটি চালু হওয়ায় এখন আর তাঁদেরকে অতিরিক্ত ঝক্কি পোহাতে হবে না। এটি জলপাইগুড়ি থেকে সরাসরি রায়গঞ্জ পৌঁছাবে, যা নিত্যযাত্রীদের জন্য একটি দারুণ সুখবর।

এই বাস পরিষেবাটি এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনেরও প্রসার ঘটবে। NBSTC-এর এই উদ্যোগটি জনগণের কাছে ব্যাপক প্রশংসা লাভ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code