Latest News

6/recent/ticker-posts

Ad Code

Press Club: মালবাজারে নতুন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

মালবাজারে নতুন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

মালবাজারে নতুন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

মালবাজার, নিজস্ব সংবাদদাতা:  বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে অবশেষে আত্মপ্রকাশ করল মালবাজারের নতুন প্রেস ক্লাব। গত শনিবার মালবাজার শহরের উদিচী কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি, থানার ট্রাফিক ওসি দেবজিত বোস, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী এবং পুরসভার একাধিক কাউন্সিলর। প্রদীপ প্রজ্জ্বলন করে এই নতুন যাত্রার সূচনা করা হয়।

নতুন কমিটি গঠন

অনুষ্ঠানে প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়, যেখানে বিভিন্ন পদে সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে:

  • চেয়ারম্যান: সম্পা ভট্টাচার্য
  • ভাইস চেয়ারম্যান: সানী রায়
  • সভাপতি: সোমেশ মাহাতো‌
  • সহ-সভাপতি: সুস্মিতা রায় ও ব্রহ্মলাল কুজুর
  • যুগ্ম সম্পাদক: অমিত দাম ও পরিতোষ রায়
  • যুগ্ম কোষাধ্যক্ষ: শাহজাহান তালুকদার ও তাপস সরকার
  • অফিস সম্পাদক: অভিষেক ঘোষ ও কবিতা ওরাওঁ
  • সাংস্কৃতিক সম্পাদক: দীপঙ্কর দে ও জ্যোৎস্না ঘাতানি
  • জনসংযোগ: শুভ্রজ্যোতি রায় ও প্রিয়াঙ্কা কেরকাট্টা

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক, ক্রীড়াবিদ এবং সমাজসেবকদের সংবর্ধনা জানানো হয়। নতুন প্রেস ক্লাবটি মালবাজারের সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code