Latest News

6/recent/ticker-posts

Ad Code

লাদাখে রাজ্যের দাবিতে উত্তাল ‘Gen Z’ আন্দোলন, হিংসায় মৃত ৪, আহত অন্তত ৭০

লাদাখে রাজ্যের দাবিতে উত্তাল ‘Gen Z’ আন্দোলন, হিংসায় মৃত ৪, আহত অন্তত ৭০

Ladakh protest, Ladakh violence, Ladakh statehood demand, Apex Body protest, Sonam Wangchuk statement, Leh clash, Ladakh youth movement, Sixth Schedule demand, UT status protest, Ladakh police clash, Gen Z protest Ladakh, Leh curfew, Ladakh political unrest

লেহ, লাদাখ | ২৪ সেপ্টেম্বর ২০২৫

লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিল কার্যকরের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন বুধবার ভয়াবহ হিংসায় রূপ নেয়। ‘লেহ অ্যাপেক্স বডি’-র যুব শাখার নেতৃত্বে সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ বিকেলের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিণত হয়। ইট-পাটকেল, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস—সব মিলিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে লেহ শহর।

এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অন্তত ৭০ জন। প্রশাসন লেহ-এ কারফিউ জারি করেছে এবং ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। পাঁচ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে, এবং দুটি লোকসভা কেন্দ্রের দাবি মানতে হবে। দীর্ঘদিনের রাজনৈতিক উপেক্ষা, বেকারত্ব, এবং উন্নয়নের অভাবের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে যুবসমাজ।

পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক, যিনি গত কয়েক বছর ধরে লাদাখের সাংবিধানিক অধিকার রক্ষায় আন্দোলন করে চলেছেন, এই হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “হিংসা কখনও সমাধান হতে পারে না। এই পথে চললে আন্দোলনের আসল উদ্দেশ্য ব্যর্থ হবে।” তিনি সকলকে শান্তিপূর্ণ পথে ফেরার আহ্বান জানিয়েছেন।


আইনি সতর্কীকরণ: এই প্রতিবেদনটি তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে রচিত। উল্লিখিত তথ্য বিভিন্ন সংবাদ উৎস থেকে সংগৃহীত। কোনো ধরনের উসকানি, বিদ্বেষ বা গুজব ছড়ানোর উদ্দেশ্য নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code