প্যালেস্টাইনের গণহত্যা ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে জলপাইগুড়িতে সিপিআই(এম)-এর প্রতিবাদ মিছিল ও সভা
জলপাইগুড়ি শহরে প্যালেস্টাইনের জনগণের ওপর ইসরাইলের বর্বর গণহত্যা এবং ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত করল সিপিআই(এম)। মার্কিন মদতপুষ্ট ইসরাইলের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং পৃথক প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দাবিতে ভারত ও রাষ্ট্র সংঘকে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয় এই কর্মসূচিতে।
সিপিআই(এম) জেলা পার্টি দপ্তর থেকে শুরু হওয়া মিছিলটি থানা মোড়, মার্চেন্ট রোড, বেগুন টারি, উকিলপাড়া মোড় হয়ে কদমতলা মোড়ে পৌঁছায়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা শুভেন্দু সাহা, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার। সভার সভাপতিত্ব করেন জেলা নেতা বিপ্লব ঝা।
বক্তারা বলেন, ইসরাইলের নির্লজ্জ গণহত্যা ও মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন আজ গোটা বিশ্বকে বিপন্ন করে তুলেছে। ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপ এবং এস আই আর (SIR)-এর নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো বিভাজনের রাজনীতি গণতন্ত্রের পরিপন্থী। এই পরিস্থিতিতে ভারত সরকারের উচিত আন্তর্জাতিক স্তরে স্পষ্ট অবস্থান নিয়ে প্যালেস্টাইনের স্বাধীন রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা গ্রহণ করা।
এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসরাইল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে দৃঢ় অবস্থান নেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊