বাংলার পুজোর কথা মাথায় রেখেই ২২শে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নয়া GST স্তর
পুজোর আগে কলকাতায় এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানালেন, ভারত এখনও এক হারের (Single Rate) জিএসটি চালুর জন্য প্রস্তুত নয়। যদিও এই বিষয়ে আলোচনা হয়েছে, তবুও বাস্তব পরিস্থিতি ও রাজ্যগুলির মতামত বিচার করে এখনই তা সম্ভব নয় বলে তিনি মনে করেন। তবে অর্থমন্ত্রী দাবি করেছেন, জিএসটি স্ল্যাবগুলিকে পরিমার্জন বা যুক্তিসঙ্গতভাবে সাজানো হয়েছে। বর্তমানে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ হারে যে বিভিন্ন স্তর রয়েছে, তা কোনও ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়, বরং রাজ্যগুলির কর কাঠামো ও আর্থিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, জিএসটি কাউন্সিলের ভেতরে একক হারের পক্ষে মত থাকলেও এখনই সব রাজ্যে সেই মানসিকতা তৈরি হয়নি। তাই ধাপে ধাপে পরিমার্জন করেই এগোচ্ছে কেন্দ্র। অর্থমন্ত্রী বলেন, ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন সংস্কার কার্যকর করা হবে। মহালয়ার পরের দিন থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে, যাতে উৎসবের মরশুমে ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ে।
বাংলার প্রসঙ্গ টেনে নির্মলা সীতারমণ বলেন, এই নতুন ব্যবস্থার ফলে বাংলার হস্তশিল্প ও কৃষি খাত বিশেষভাবে লাভবান হবে। তাঁর বক্তব্য, কেন্দ্রের লক্ষ্য হচ্ছে জিএসটি ব্যবস্থাকে আরও কার্যকর, সহজ ও যুক্তিসঙ্গত করা। তবে এক হারের জিএসটি চালু করতে গেলে রাজ্য ও কেন্দ্রকে আরও সময় ও আলোচনার প্রয়োজন হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊