এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত-পাকিস্তান, কবে কোথায় ম্যাচ?
গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। তবে এবার ফের এশিয়া কাপের সুপার ফোরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। গ্রুপ পর্বের ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক চরম পর্যায়ে পৌঁছেছে। এবার ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান।
হ্যান্ডশেক বিতর্কের মধ্যেই রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের মতো সুপার ফোরেও কি করমর্দন থেকে বিরত থাকবে দুই দল? ফের বয়কট হুঁশিয়ার দেবে পাকিস্তান? প্রশ্ন থাকছে।
জানা যাচ্ছে, আগামী ২১শে সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে পরবর্তী পর্বে। এখন থেকে রাউন্ড রবিন ফরম্যাটে মুখোমুখি হবে এই চার দল। অর্থাৎ প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে খেলবে।
এই ধাপে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করা দুই দল সরাসরি যাবে ফাইনালে। ফলে সুপার ফোরের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চার দলের সমানতালে প্রতিদ্বন্দ্বিতায় এবার চূড়ান্ত লড়াই যে আরও রোমাঞ্চকর হতে চলেছে, তা বলাই যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊