Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসামের ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৯

আসামের ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৯

Earthquake


ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.৯। হালকা কম্পন অনুভূত হলো কলকাতাতেও। আজ অসমের তেজপুর ও গুয়াহাটির মাঝামাঝি ঢেকিয়াজুলি নামক অঞ্চলে রিখটার মাত্রা ৫.৯ বিশিষ্ট একটি ভূমিকম্প অনুভূত হয়। উত্তরবঙ্গের কোচবিহারসহ বিস্তীর্ণ অঞ্চল এই কম্পনের প্রভাব অনুভব করছে।




ভূমিকম্পের কম্পন এতোটাই ছিল যে শুধু উত্তরবঙ্গই নয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও কিছুটা মৃদু কুঁপে ওঠার অনুভূতি তৈরি হয়। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও। এপর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, এবং বড় ধরণের ক্ষয়ক্ষতির তথ্যও নেই।


কম্পন টের পেতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে অনেকে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গত সপ্তাহেই অসমের সোনিতপুরে ভূমিকম্প হয়েছিল। ওই সময়ে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code