মডেল উত্তরপত্র দেবে SSC, কবে? কি জানালো শিক্ষামন্ত্রী?
স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নেই এসএসসি-র শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো। ৭ তারিখ প্রথম দফায় নবম-দশম এবং ১৪ তারিখ একাদশ-দ্বাদশের পরীক্ষা হলো। আর তারপরেই জানা গেল বড় খবর। মডেল উত্তরপত্র প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।
শিক্ষামন্ত্রী জানালেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে। দু’বছর তা সংরক্ষিত থাকবে। ওই মডেল উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের কারও কোনও আপত্তি থাকলে, তা পাঁচদিনের মধ্যে ওয়েবসাইটেই জানাতে হবে। এরপর নির্দিষ্ট সময় পর ফলাফল প্রকাশিত হবে। জানানো হবে, কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য। এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে।
দীর্ঘ অপেক্ষার পরে রাজ্যে অনুষ্ঠিত হয়েছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (SSC) পরীক্ষা। ৬৩৬টি কেন্দ্রে প্রায় ৩১৯,৯১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এবারের পরীক্ষা প্রমাণ করেছে শিক্ষাক্ষেত্রে মনোযোগ ও উৎসাহ একই সাথে রয়েছে। পরীক্ষায় শুধু রাজ্যের নয়, উত্তরপ্রদেশ ও বিহার থেকেও বিপুল সংখ্যক পরীক্ষার্থী এসে অংশ নিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊