Latest News

6/recent/ticker-posts

Ad Code

তুহিনা প্রকাশনীতে নতুন বই প্রকাশ অনুষ্ঠান

তুহিনা প্রকাশনীতে নতুন বই প্রকাশ অনুষ্ঠান

তুহিনা প্রকাশনীতে নতুন বই প্রকাশ অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক, কলকাতা : গত ২০শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কলকাতার ১৬ নম্বর নবীন কুন্ডু লেনের দোতলায় অবস্থিত তুহিনা প্রকাশনীর নতুন বিপণন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে একগুচ্ছ নতুন বই প্রকাশিত হলো। সন্ধ্যার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট লেখক-লেখিকা, পাঠক-পাঠিকা এবং সাহিত্যপ্রেমী মানুষ।

অনুষ্ঠানের শুরুতেই তুহিনা প্রকাশনীর কর্ণধার হিমাংশু মাইতি উপস্থিত লেখক-লেখিকাদের চন্দনের টিপ দিয়ে বরণ করে নেন। এরপর ভারতমাতার প্রতিকৃতিকে প্রণাম জানিয়ে এবং সঙ্গীত শিল্পী সুধাংশু দত্তের দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত পরিবেশনের সময় তার সুরের মূর্ছনা সবাইকে মুগ্ধ করে তোলে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নতুন বইগুলোর মোড়ক উন্মোচন। এই পর্বে লেখকদের উত্তরীয়, কুমোরটুলি থেকে আনা দেবী দুর্গার মূর্তি এবং মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। এরপর প্রকাশিত হয় মোট চারটি নতুন বই: সন্ন্যাসিনী রেবা লাহিড়ীর 'মহাভারতে প্রাচীন সাংখ্য দর্শন', ড. ইন্দ্রজিৎ সরকারের 'বাৎস্যায়নের কাম সূত্র', ড. পরেশ চন্দ্র দাসের 'রবীন্দ্রনাথের ঔপনিশেদিক ভাবনা' এবং দীপ্র ভট্টাচার্য্যের 'আজকের বিকেলে পূরণের ভোর'। লেখকেরা তাঁদের প্রকাশিত বইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বংশী বদন চট্টোপাধ্যায়। প্রায় দু ঘণ্টার এই অনাড়ম্বর অনুষ্ঠানটি ছিল উপভোগ্য এবং চা-বিস্কুট ও মিষ্টিমুখের আপ্যায়নে সবাই আনন্দিত হন। অনুষ্ঠান শেষে একটি আনন্দঘন পরিবেশে মিষ্টিমুখের মাধ্যমে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code