Big Breaking: আজই TET এর ফল প্রকাশ? ১৩,৪২১টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই জারি হবে!
এবারের টেট পরীক্ষার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ বুধবার বিকাল ৪টায় ২০২৩ সালের টেট ফল ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে। পাশাপাশি প্রাথমিক স্তরে ১৩,৪২১টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই জারি হবে বলে জানাচ্ছে সূত্র।
২০২৩ সালের টেট পরীক্ষার্থীদের জন্য ফল প্রকাশের এই মুহূর্তটি গুরুত্বপূর্ণ কারণ অনেকেই দীর্ঘ সময় ধরে ফল ও নিয়োগের অপেক্ষায় ছিলেন। অনেকেই বলেন, টেট ফল বিলম্বিত হওয়ায় তাঁদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছিল।
এই ফলপ্রকাশ ও নিয়োগ ঘোষণা প্রার্থীদের জন্য একটি বড় আশার আলো। খেলা, অর্থনেত্র, ও শিক্ষা ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত প্রভাব বিস্তার করে থাকে। এবারের টেট ফলও সেই চাহিদা পুরো করতে পারে।
অর্থ দফতর ইতিমধ্যেই ফল প্রকাশের অনুমোদন দিয়েছে বলে সূত্রে জানা গেছে। পর্ষদের ওয়েবসাইটেই ফল প্রকাশ করা হবে এবং যেসব প্রার্থী ২০২২–২৩ সালীন টেট উত্তীর্ণ হয়েছেন এবং এখনও শর্তানুসারে বয়সসীমায় রয়েছেন, তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊