Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্রিকেট মাঠে বিস্ফোরণ: নিহত ১, আহত বহু, নিরাপত্তা জোরদার

ক্রিকেট মাঠে বিস্ফোরণ: নিহত ১, আহত বহু, নিরাপত্তা জোরদার

পাকিস্তানের বাজৌরে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণে একজন নিহত, বহু আহত। পুলিশ জানায়, এটি ছিল পরিকল্পিত IED হামলা।
Photo: AI



পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কওসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবার এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন একজন, আহত হয়েছেন বহুজন, যাঁদের মধ্যে শিশুরাও রয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে Dawn জানায়, বিস্ফোরণটি ছিল পরিকল্পিত এবং তা ঘটানো হয়েছে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) ব্যবহার করে।

বাজৌর জেলার পুলিশ আধিকারিক ওয়াকাস রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই বিস্ফোরণ ছিল একটি লক্ষ্যভিত্তিক হামলা”। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এই বিস্ফোরণের পরপরই সন্দেহভাজন জঙ্গিরা একটি স্থানীয় পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করে, যদিও সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হয় এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশ দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপের জন্য উদ্বেগের কেন্দ্রবিন্দু। জনবহুল এলাকায়, বিশেষত খেলাধুলার মতো গণ-সমাগমে এমন হামলা জনমনে আতঙ্ক ছড়ায় এবং নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তোলে। শিশুদের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code