Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ind vs Pak, Asia Cup: প্রতিবাদ! টসের পর পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্য!

প্রতিবাদ!  টসের পর পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্য! 

Asia Cup


আজ এশিয়া কাপের এক উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় 'প্রতিবাদ' স্বরুপ হ্যান্ডশেক ছড়ালেন ভারতীয় অধিনিয়ক সূর্য কুমার যাদব। ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আহগা-র সঙ্গে টস শেষে প্রচলিত হ্যান্ডশেক করবেন না।

টস শেষে দু’জন অধিনায়ক যখন সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন সাধারণত যেমন হ্যান্ডশেক হয়, তেমনটি আর হয়নি। সূত্র অনুযায়ী, সূর্যকুমার আগে থেকেই দলীয় আলোচনায় জানিয়েছিলেন যে তিনি হ্যান্ডশেক করবেন না। অন্যদিকে, সালমান আহগাও হাত বাড়ানোর কোনো উদ্যোগ নেননি।




টসে পাকিস্তান জয়ী হয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সূর্যকুমার দ্রুত আম্পায়ারের হাতে দল তালিকা দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। যদিও এই দৃশ্যটুকু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে।

সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও দেশজুড়ে চাপা ক্ষোভের প্রতিফলনই সূর্যকুমারের এই সিদ্ধান্ত। তবে ভারতীয় দলের কোচিং স্টাফ জানাচ্ছেন “আমরা ক্রিকেটে মনোযোগ রাখতে চাই, বাইরের পরিস্থিতি মাঠের খেলার থেকে বড় হতে পারে না।”

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ক্রিকেট মাঠে প্রথম বার মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে বেশ কয়েক দিন ধরে। ম্যাচ বয়কটের দাবি উঠেছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই তাদের। সেই নিয়ম মেনেই রবিবার এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি দু’দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code