WBSSC : স্কুল সার্ভিস কমিশনের নন-টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
কলকাতা, ২৯ আগস্ট, ২০২৫:
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) কর্তৃক নন-টিচিং স্টাফ (গ্রুপ সি ও গ্রুপ ডি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রথম রাজ্যভিত্তিক বাছাই পরীক্ষা (1st SLST) হতে চলেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সি (ক্লার্ক) পদে মোট শূন্যপদের সংখ্যা ২,৯৮৯ এবং গ্রুপ ডি পদে মোট শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি। এই বিপুল সংখ্যক শূন্যপদ রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে আশার আলো জাগিয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৩১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়ও ৩১ অক্টোবর, ২০২৫। এই বিষয়ে বিস্তারিত নোটিশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত অন্যান্য তথ্য আগামী ৩১ আগস্ট, ২০২৫ থেকে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট
www.westbengalssc.com -এ পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করে।গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে ‘যোগ্য’ শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে পরে নির্দেশ দেয় শীর্ষ আদালত। তাঁরা বেতনও পাচ্ছেন। কিন্তু গ্রুপ সি ও ডি কর্মীরা সেই ছাড় পাননি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর তারিখ শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। এই আবহে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল এসএসসি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊