পাকিস্তানের রাজধানী লাহোর জলের তলায়, ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮০০ জন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর ভয়াবহ বন্যায় কার্যত জলে ডুবে গিয়েছে। শহরের প্রায় প্রতিটি এলাকায় জল ঢুকে পড়েছে, উঁচু-নীচু নির্বিশেষে বহু বাড়ি, দোকান, হাসপাতাল ও সরকারি ভবন জলমগ্ন। গত দুই দিনে লাহোরে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শহরের জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই বন্যা শুধু লাহোরেই সীমাবদ্ধ নয়। গত জুন মাস থেকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০০ জন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, সিন্ধ, বালোচিস্তান, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীর—সব অঞ্চলেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বাড়ি ও ফসলের জমি।
লাহোরে রবি নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন অংশে হঠাৎ করে জল ঢুকে পড়ে। প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। মুখ্যমন্ত্রী মেরিয়ম নওয়াজ জানিয়েছেন, ভারতের থেইন বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে আগাম সতর্কতার ফলে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
এই দুর্যোগ পাকিস্তানের দুর্বল পরিকাঠামো ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরছে। আন্তর্জাতিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এই ধরনের বিপর্যয় মোকাবিলা করা কঠিন হয়ে উঠবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊