Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBSSC: এবার কাদের এডমিট বাতিল হলো, সেই লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন

WBSSC: এবার কাদের এডমিট বাতিল হলো, সেই লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন


WBSSC: এবার কাদের এডমিট বাতিল হলো, সেই লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন



স্কুল সার্ভিস কমিশন (WBSSC) আজ শনিবার প্রকাশ করল ২০১৬ সালের বিতর্কিত শিক্ষক নিয়োগ প্যানেলের অযোগ্য প্রার্থীদের তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাত দিনের সময়সীমার মধ্যেই এই তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে রয়েছে মোট ১,৮০৪ জনের নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর।

এরই সাথে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে প্রথম SLST, ২০১৬-এর কিছু প্রার্থী, যাদের নাম পূর্বের নোটিশ (Memo No. 1652/CSSC/ESTT/2025) অনুযায়ী 'দুষিত' তালিকায় ছিল, তারা দ্বিতীয় SLST, ২০২৫-এর জন্য আবেদন করেছেন ।

কমিশন তাদের রোল নম্বর এবং বাবার নামের ভিত্তিতে আবেদনকারীদের তালিকা পরীক্ষা করেছে এবং এমন প্রার্থীদের একটি তালিকা (List 2) প্রকাশ করেছে । এই তালিকায় থাকা প্রার্থীদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হলেও তা শর্তসাপেক্ষ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অ্যাডমিট কার্ডগুলো সাময়িক এবং কোনোভাবেই তাদের যোগ্যতার নিশ্চয়তা দেয় না ।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যদি কোনো 'দুর্নীতি গ্রস্থ' প্রার্থী পরীক্ষায় উপস্থিত হন, তবে পোস্ট-এক্সামিনেশন ভেরিফিকেশনের সময় তাদের যোগ্যতা শারীরিকভাবে যাচাই করা হবে। যদি কোনো অযোগ্য প্রার্থীকে পরীক্ষায় দেখা যায়, তবে তার আবেদন বাতিল করা হবে । এই পদক্ষেপের মাধ্যমে কমিশন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে। একই সাথে, যাদের রোল নম্বর এই নতুন List 2-তে আছে, তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট ভেন্যু ইন-চার্জদের এই বিষয়ে জানানো হয়েছে ।

তালিকা প্রকাশের আগে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা একাধিক দফায় বৈঠক করেন। কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার সুপ্রিম কোর্টে জানান, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর রিপোর্ট অনুযায়ী প্রায় ১,৯০০ জন প্রার্থীকে “দাগি” হিসেবে চিহ্নিত করা হয়েছে। কমিশন আদালতকে আশ্বস্ত করেছে যে, এই তালিকাভুক্ত কেউই আগামী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়কুমার শর্মা ও সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে জানানো হয়, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, অযোগ্যদের কোনওভাবেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code