সোনারপুর বিদ্যাপীঠের হীরক জয়ন্তী-এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান
সোনারপুর: সোনারপুর বিদ্যাপীঠের ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজপুর রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই হীরক জয়ন্তী উৎসবের সমাপনী দিনে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব ও আধিকারিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব, দক্ষিণ ২৪ পরগণা জেলার জেলা পরিদর্শক (ডি আই) সানি মিশ্র এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। সোনারপুর ও যাদবপুর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরাও এই অনুষ্ঠানে যোগ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গত ২৯শে আগস্ট সোনারপুর বিদ্যাপীঠ ৬১ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে গত ২৬শে আগস্ট একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ২৯শে আগস্ট দক্ষিণ ২৪ পরগণা জেলার জেলা শাসক সুমিত মিশ্র বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং একটি শীততাপ নিয়ন্ত্রিত ২০০ আসনের সেমিনার-কাম-কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক, সোনারপুর দক্ষিণের বিধায়িকা, বারুইপুরের এসডিও, রাজপুর-সোনারপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বিদ্যালয়ের সভাপতিসহ আরও অনেক গুণীজন।
প্রধান শিক্ষক আরও বলেন যে, ৬০ বছর পূর্তির এই শেষ অনুষ্ঠানে মূলত ছাত্রছাত্রীরাই অংশ নিয়েছে। তাদের পাশাপাশি শিক্ষকদের দ্বারা অভিনীত একটি চূড়ান্ত হাসির নাটক, "অথ স্বর্গ বিচিত্রা!", দর্শকদের মুগ্ধ করেছে। পুরো অনুষ্ঠানটি ছিল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের উপস্থিতিতে এক আনন্দের মিলনমেলা, যা বিদ্যালয়ের দীর্ঘ ছয় দশকের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণীয় করে রেখেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊