Supreme Court DA Case Update: সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে বড় আপডেট
নয়াদিল্লি: বহু প্রতীক্ষার পর অবশেষে জানা গেলো আগামী ৪ ঠা আগস্ট সুপ্রিম কোর্টে DA Case-এর শুনানি হবে। সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড কজ লিস্ট (Advanced Cause List) অনুযায়ী বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ (Division Bench) এই মামলার শুনানি করবেন।
এর আগে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে। কিন্তু কজ লিস্ট অনুযায়ী বিচারপতি সন্দীপ মেহতার পরিবর্তে এখন এই মামলার শুনানি করবেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এর আগেও বিচারপতি হৃষিকেশ রায় এই মামলার শুনানি করেছিলেন।
সরকারি কর্মচারীদের দাবি, তারা সর্বোচ্চ আদালতের রায়ের বিষয়ে আশাবাদী। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ গত ১৩ ই মে জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance)-র ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়েছে ২৯ শে জুন। তাই এখন দেখার, সুপ্রিম কোর্ট এই মামলার কী রায় দেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊