হাইকোর্টে পুজোর অনুদান মামলা খারিজের আবেদন রাজ্যের!
দুর্গাপুজো অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল রাজ্য সরকার। বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়ালে জানান, প্রতিবছর দুর্গাপুজোর সময় অনুদান ঘোষণা হলে জনস্বার্থ মামলা হয়। কিন্তু পুজো মিটে গেলে মামলাকারীরা আর এগিয়ে আসেন না। তাই মামলাটি খারিজ করা হোক।
অন্যদিকে, মামলাকারীর আইনজীবীরা পালটা যুক্তি দেন, সরকারি কোষাগারের টাকা এই ভাবে অনুদান হিসেবে দেওয়া আইনসঙ্গত নয়। প্রতিবছর অনুদানের পরিমাণ বাড়ানো হলেও তার কোনও নির্দিষ্ট হিসেব রাখা হয় না, অথচ অন্য গুরুত্বপূর্ণ খাতে সরকার ব্যয় করতে পারছে না।
এ দিন মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি। আগামী সোমবার ফের শুনানি হবে।
২০১৮ সাল থেকে শুরু হয় অনুদান। অন্য শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয় এই অনুদান নিয়ে। কিন্তু থমকে থাকেনি অনুদান। প্রতি বছর কিছু কিছু করে বাড়তে বাড়তে এবছর অনুদান দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা প্রতি ক্লাব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊