Latest News

6/recent/ticker-posts

Ad Code

রবীন্দ্রভারতী ও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর সুপারিশে মেনে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

রবীন্দ্রভারতী ও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর সুপারিশে মেনে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের


Supreme Court


দীর্ঘদিনের রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে রবীন্দ্রভারতী ও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই বিষয়ে রায় ঘোষণা করে।

রায় অনুযায়ী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ করা হবে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়-কে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে মুখ্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা এক নম্বর প্রার্থীকে।

এই মামলার পরবর্তী শুনানি আগামী চার সপ্তাহ পর।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য ও রাজ্যপালের মধ্যে টানাপোড়েন চলছিল। এই ইস্যু নিয়ে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে ২০২৪ সালের জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত-এর নেতৃত্বে একটি ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করা হয়। সেই কমিটি উপাচার্য পদের জন্য একাধিক নাম প্রস্তাব করে।

তবে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫টি নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মতবিরোধ তৈরি হয়। বিষয়টি আদালতে গড়ালে সার্চ কমিটির কাছ থেকে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট। সম্প্রতি সেই রিপোর্ট জমা পড়ে আদালতে।

শুক্রবার শীর্ষ আদালত জানায়, বিচারপতি ললিতের নেতৃত্বে কমিটিকে যত দ্রুত সম্ভব নিরপেক্ষভাবে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অর্ডার অফ প্রেফারেন্স চূড়ান্ত করতে হবে।

إرسال تعليق

0 تعليقات

Ad Code