২৫ কেজি গাঁজাসহ ধৃত, দিনহাটায় NDPS আইনে মামলা
গোপন সূত্রের ভিত্তিতে কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের নয়াছড়া মোড় থেকে ২৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নাজমুল শেখ (৩২), তিনি সাহেবগঞ্জ থানার কিষমত কারলা ২ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার একটি বিশেষ দল খারুভাঞ্জ এলাকার নয়াছড়া মোড়ে অভিযান চালায়। সেখানে একটি টোটো আটক করা হয়, যেটিতে বিপুল পরিমাণ গাঁজা বহন করা হচ্ছিল বলে সন্দেহ করা হয়। এরপর দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও-র উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। টোটো থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়। পুরো তল্লাশি ও বাজেয়াপ্ত প্রক্রিয়াটি স্বতন্ত্র সাক্ষীদের সামনে ও ভিডিওগ্রাফি-র মাধ্যমে সম্পন্ন হয়েছে।
ধৃতের বিরুদ্ধে NDPS আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের সঙ্গে তার কোনো বড় সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের মতে, এই ধরনের ধারাবাহিক অভিযান মাদক পাচার রুখতে কার্যকর ভূমিকা রাখছে। প্রশাসনের সক্রিয় পদক্ষেপ এলাকায় মাদকবিরোধী বার্তা পৌঁছে দিচ্ছে— যা সমাজের জন্য ইতিবাচক।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊