পাপারাজ্জিদের ওপর পাল্টা চাল ‘সাইয়ারা’ জুটির! আহান পাণ্ডে ও অনীত পাড্ডার মজার কাণ্ড ভাইরাল
‘সাইয়ারা’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর রাতারাতি তারকা হয়ে উঠেছেন আহান পাণ্ডে এবং অনীত পাড্ডা। নবাগত এই দুই অভিনেতা এখন শুধুমাত্র দর্শকের নয়, পাপারাজ্জিদেরও প্রিয় মুখ। শনিবার মুম্বইয়ে এই জনপ্রিয় জুটিকে ক্যামেরাবন্দি করতে গিয়ে পাপারাজ্জিদের মুখোমুখি হল এক ব্যতিক্রমী অভিজ্ঞতা—এবার তাদের ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে দেখা গেল অভিনেতা-অভিনেত্রীকেই!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভিতরে বসে থাকা আহান ও অনীত জানালার বাইরে পাপারাজ্জিদের ভিড় লক্ষ্য করছেন এবং নিজেদের ফোনে কিছু দেখছেন। কিছুক্ষণ পর অনীত পাড্ডা হঠাৎই ফোনটি ঘুরিয়ে জানালার বাইরে ধরে দেখান যে, তারাও পাপারাজ্জিদের ভিডিও করছেন। এই দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একজন লিখেছেন, “ওরা পাপারাজ্জিদেরই রেকর্ড করছে, লোল!”
এটাই প্রথমবার নয়, যখন আহান ও অনীত নিজেদের সরল স্বভাব ও রসবোধ দিয়ে ভক্ত ও সংবাদমাধ্যমের মন জয় করেছেন। কিছুদিন আগে, এক ট্রাফিক সিগনালে গাড়ির জানালা খুলে এক ভক্তের সঙ্গে সেলফি তুলে তাকেও অবাক করেছিলেন আহান।
They are recording the paps lmao🤣🤣🤣🤣🤣🤣 #Saiyaara #AneetPadda #AhaanPanday pic.twitter.com/hVqwL4FHoQ
— Angel Anki 🇮🇳 (@angel_ank1) August 9, 2025
‘সাইয়ারা’ ছবির সাফল্য যেমন নতুন তারকাদের জন্ম দিয়েছে, তেমনি আহান ও অনীতের মতো তারকাদের সহজ ব্যবহারও ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
মোহিত সুরির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ইতিমধ্যেই ইতিহাস গড়েছে—এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী রোমান্টিক সিনেমায় পরিণত হয়েছে। বিশ্বব্যাপী ছবিটি ইতিমধ্যেই ₹৫০০ কোটির বেশি আয় করেছে, যার মধ্যে শুধু ভারতেই আয় ₹৩২০ কোটি।
ছবিটি প্রযোজনা করেছেন ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিদানি। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিনয়জীবনের সূচনা করলেন আহান পাণ্ডে, যিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাগ্নে এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডের চাচাতো ভাই। অনীত পাড্ডা যদিও আগেই ‘সালাম ভেঙ্কি’ ছবিতে কাজ করেছেন এবং ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে, তবু ‘সাইয়ারা’ হল তাঁর প্রথম প্রধান চরিত্রে অভিনীত পূর্ণদৈর্ঘ্য ছবি।
ছবির এই বিশাল সাফল্যের পরও আহান ও অনীত এখনও পর্যন্ত কোনও মিডিয়া সাক্ষাৎকার দেননি—না মুক্তির আগে, না মুক্তির পরে। সূত্রের খবর, ইয়াশ রাজ ফিল্মসের শীর্ষ কর্তৃপক্ষ এই দুই নবাগত তারকাকে অতিরিক্ত মিডিয়া এক্সপোজার থেকে দূরে রাখতে চাইছেন।
এই নিয়ন্ত্রিত উপস্থিতি সত্ত্বেও, ‘সাইয়ারা’র প্রভাব দর্শকমনে সুদৃঢ়, আর আহান-অনীত ইতিমধ্যেই পরিণত হয়েছেন নতুন প্রজন্মের আইকনে। ভবিষ্যতে তাঁদের কাছ থেকে আরও কী চমক আসে, সেটাই এখন দেখার অপেক্ষা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊