Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rahul Gandhi Bihar Yatra: বিহারে আলোড়ন তুলল রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের বাইক যাত্রা

Rahul Gandhi Bihar Yatra: রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের বাইক যাত্রা বিহারে আলোড়ন তুলল

Rahul Gandhi Bihar Yatra, Tejashwi Yadav motorcycle rally, Voter Adhikar Yatra 2025, Tej Pratap Yadav criticism, Bihar election campaign, Congress RJD alliance Bihar, Rahul Gandhi Tejashwi bike ride, Bihar voter roll controversy, INDIA bloc Bihar politics, Lalu family political feud


পাটনা, ২৪ আগস্ট ২০২৫ — কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা তেজস্বী যাদব রবিবার বিহারের পূর্ণিয়া জেলায় 'ভোটার অধিকার যাত্রা'-র অংশ হিসেবে বুলেট মোটরসাইকেলে চড়ে জনসংযোগ করেন। ১৬ দিনের এই যাত্রা ১৭ আগস্ট সাসারাম থেকে শুরু হয়েছে এবং ২০টিরও বেশি জেলা অতিক্রম করে ১ সেপ্টেম্বর পাটনায় সমাপ্ত হবে।

এই ১,৩০০ কিমি দীর্ঘ যাত্রার উদ্দেশ্য হল বিহারে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ধরার পাশাপাশি বিজেপি-বিরোধী জনমত গঠন করা। আরারিয়া জেলায় বাইক র‍্যালির সময় রাস্তার দু’পাশে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। রাহুল গান্ধী কটিহার জেলার এক জনসভায় বলেন, “বিজেপি সরকার দরিদ্রদের জন্য সুযোগের দরজা বন্ধ করে দিয়েছে এবং ভোট চুরির চেষ্টা করছে।”

তবে এই যাত্রা ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। RJD-র বরখাস্ত হওয়া বিধায়ক তেজ প্রতাপ যাদব নিজের ভাই তেজস্বী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “নির্বাচনের সময় সবাই নিজের রুটি সেঁকতে ব্যস্ত। আমরা গ্রাম্য পথেই হাঁটতে চাই, হেলিকপ্টারে উড়ে নয়। যারা নিজেদের জননেতা বলেন, তারা সাধারণ মানুষের সঙ্গে হাতও মেলাচ্ছেন না।”

বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা রাহুল ও তেজস্বীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ তোলেন। অপর উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, “আজকাল কিছু রাজপুত্র রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। কারও বাবা ১৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন, কারও মা মুখ্যমন্ত্রী ছিলেন।”


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code