Latest News

6/recent/ticker-posts

Ad Code

OBC Certificate Case: সুপ্রিম কোর্টে OBC মামলার পরবর্তী শুনানি কবে?

OBC Certificate Case: সুপ্রিম কোর্টে OBC মামলার পরবর্তী শুনানি কবে? 

Supreme Court

সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের দাখিল করা ওবিসি সার্টিফিকেট মামলার শুনানি হয়। মামলাটি মূলত কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে, যেখানে ২০১০ সালের পর অন্তর্ভুক্ত হওয়া একাধিক উপ-জাতির সংরক্ষণ বাতিল করা হয়েছিল। হাইকোর্টের রায় কার্যকর হলে রাজ্যে সংরক্ষণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্যের আইনজীবী কপিল সিবাল। তিনি আদালতকে জানান, এই রায়ের কারণে হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

অন্যদিকে, মামলাকারীদের আইনজীবীরা অভিযোগ তোলেন যে, রাজ্যের দাখিল করা হলফনামার জবাব দেওয়ার মতো পর্যাপ্ত সময় তাঁরা পাননি। ফলে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন তাঁরা। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ তাঁদের আবেদন মঞ্জুর করে জানায়, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় সব পক্ষের বক্তব্য সমানভাবে শোনার সুযোগ দিতে হবে।

ফলে এদিন মামলার তেমন কোনো কার্যকর নির্দেশ না দিয়ে, পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১লা সেপ্টেম্বর ২০২৫। আদালতের তালিকা অনুযায়ী, এই মূল মামলার পাশাপাশি আরও ৯টি সংযুক্ত মামলা রয়েছে। সবগুলো মিলিয়ে মোট ১০টি মামলার একযোগে শুনানি হবে নির্ধারিত তারিখে। আদালত সূত্রে জানা গেছে, তখনই মামলার ভবিষ্যৎ দিকনির্দেশ ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code