Latest News

6/recent/ticker-posts

Ad Code

জন্মাষ্টমী উপলক্ষ্যে মন্ত্রী উদয়ন গুহের অভিনব উদ্যোগ

জন্মাষ্টমী উপলক্ষ্যে মন্ত্রী উদয়ন গুহের অভিনব উদ্যোগ

udayan guha, dinhata news, today dinhata,


কোচবিহার, ১২ সেপ্টেম্বর: জন্মাষ্টমী উপলক্ষে দিনহাটার ঐতিহ্যবাহী কীর্তন শিল্পকে সম্মান জানাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এক অভিনব উদ্যোগ নিলেন। শনিবার দিনহাটা শহীদ হেমন্ত বসু কর্নারে ৯০টি কীর্তন দলকে নতুন হারমোনিয়াম, খোল এবং কর্তাল উপহার দেওয়া হয়।

এই অনুষ্ঠানে দিনহাটার বিভিন্ন এলাকার কীর্তন শিল্পীরা অংশ নেন। তাদের হাতে নতুন বাদ্যযন্ত্র তুলে দেওয়ার পাশাপাশি, মন্ত্রী উদয়ন গুহ বলেন, "কীর্তন বাংলার প্রাণের ধারা। এই শিল্পকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের কর্তব্য।" তিনি আরও বলেন যে, এটি একটি ছোট পদক্ষেপ, যার মাধ্যমে বাংলার এই প্রাচীন শিল্পকে উৎসাহিত করা হবে।

জন্মাষ্টমী উপলক্ষে এই দিনে দিনহাটা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল। স্থানীয় শিল্পীরা মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন যে, নতুন বাদ্যযন্ত্র পাওয়ায় তারা আরও বেশি উৎসাহিত হয়ে কাজ করতে পারবেন।

এই উদ্যোগ শুধু ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানানো নয়, বরং বাংলার লোকশিল্প ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code