অভিনেত্রী থেকে কবি! ফরাসি ভাষায় কবিতার বই প্রকাশ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
অভিনয় জীবনে দারুণ সাফল্যের পর এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে লেখা কবিতাকে একত্র করে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ “My Balcony Sea and Other Poems”।
এই বইয়ে তিনি তুলে ধরেছেন জীবনের ব্যক্তিগত মুহূর্ত, অভিজ্ঞতা ও অভিনয় জীবনের নানা উপলব্ধি। কবিতাগুলোর ভেতর দিয়ে পাঠকরা নতুন করে আবিষ্কার করবেন ঋতুপর্ণার ভিন্ন এক সত্তা।
বইটির ফরাসি অনুবাদ করেছেন ত্রিনঞ্জন চক্রবর্তী। সেই ফরাসি সংস্করণের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান হবে কলকাতার Alliance Française du Bengale-এ ৩০ আগস্ট।
ঋতুপর্ণা জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি লেখালিখি তাঁর আত্মার আরেকটি দিক। তাই কবিতার এই সংকলন তাঁর কাছে বিশেষভাবে আবেগঘন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সমানতালে সংসার ও সন্তানদের সময় দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যস্ত জীবন থেকে সময় বের করে নিয়ে নিজের জীবোনের নানা ঘটনা কবিতার আকারে লিখে ফেলেছেন ঋতুপর্ণা। ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জীবনের সবসিক, নানা ওঠাপড়া তিনি তুলে ধরেছেন ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’এ।
সিনেমার পর্দায় উজ্জ্বল এই তারকা এবার কবিতার পাতায়ও নতুন আলো ছড়াবেন, এমনটাই প্রত্যাশা সাহিত্যপ্রেমীদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊