Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে

Arijit Singh


প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের হল শান্তিনিকেতন থানায়। অভিযোগ করেছেন স্থানীয় সুভাষপল্লীর বাসিন্দা ও সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ অগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শ্যুটিং চলছিল অরিজিৎ সিংয়ের। সেই সময় কোপাইয়ের দিকে কর্মস্থলে যাচ্ছিলেন কমলাকান্ত লাহা। অভিযোগ, শ্যুটিংয়ের জন্য অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রথমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়েও পথ না ছাড়ায় তিনি পুনরায় অনুরোধ জানান। তখন তাঁকে আরও ৩০ মিনিট অপেক্ষার কথা বলা হয়।


অভিযোগ, ওই নির্দেশ না মেনে এগোতে গেলে দেহরক্ষীরা তাঁকে চ্যাং দোলা করে সরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে তুলতে চেষ্টা করে। ধস্তাধস্তির মধ্যে তাঁর হাতের একটি সোনার আংটি খোয়া যায়।


ঘটনার পর তিনি শান্তিনিকেতন থানায় গিয়ে প্রথমে মৌখিক, পরে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, "অভিযোগের বিষয়টি সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।"



কমলাকান্ত লাহার বক্তব্য, "আমি নিজেও একজন শিল্পী। অথচ আরেকজন শিল্পীর টিম আমার সঙ্গে এই আচরণ করল। আমি ন্যায়বিচার চাই।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code