Latest News

6/recent/ticker-posts

Ad Code

না ফেরার দেশে চলে গেলেন WWE খ্যাত হাল্ক হোগান

না ফেরার দেশে চলে গেলেন WWE খ্যাত হাল্ক হোগান

Hogan


না ফেরার দেশে চলে গেলেন WWE খ্যাত হাল্ক হোগান। জানা যাচ্ছে, মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭১ বছর। হার্ট অ্যাটাকে মৃত্যু হল তাঁর। জরুরি পরিষেবার সাহায্য নিয়েও তাঁকে বাঁচানো গেল না। ফ্লোরিডার বাড়িতেই প্রয়াত হলেন তিনি।

ডব্লিউডব্লিউই-কে জনপ্রিয় করার নেপথ্যে বড় ভূমিকা ছিল হোগানের। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে সবচেয়ে বড় তারকা ছিলেন তিনি। গত মাস থেকে অসুস্থ ছিলেন তিনি। শোনা যাচ্ছিল বেশ কয়েকটা অস্ত্রোপচারের পর কোমায় যান যদিও তাঁর স্ত্রী গুজব বলে দাবি করেন। এবার তাঁর মৃত্যুর খবর।

পেশাদার কুস্তির পাশাপাশি হলিউডের ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তাঁকে ডাকা হত হলিউড হাল্ক হোগান। তার মাঝেই ১৯৯৬ সালে ডব্লিউডব্লিউই ছেড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের নতুন পেশাদার কুস্তি শুরু করেন তিনি। ২০০৫ সালে তাঁকে ডব্লিউডব্লিউই ‘হল অফ ফেম’ দেওয়া হয়। যদিও পরে ২০১৫ সালে তাঁর একটা ঘনিষ্ঠ ভিডিয়ো প্রকাশ পাওয়ায় তাঁর হল অফ ফেম কেড়ে নেওয়া হয়। ২০২০-এ ফের হল ফেম দেওয়া হয়। কারণ, ভিডিও ফাঁস করা সংস্থার বিরোধীতায় আইনি লড়াইয়ের জয়ী হন এবং বিপুল ক্ষতির পরিমাণ দিতে গিয়ে সংস্থাটি দেউলিয়া হয়ে পড়ে।

আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন হোগান। ট্রাম্পের সমর্থনে বেশ কয়েকটা সভাও করেছিলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code