Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাঙা পায়ে ৫ বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

ভাঙা পায়ে ৫ বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

Panth


ভাঙা পায়ে ৫ বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ। খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাঙা পা নিয়ে যখন ব্যাট করতে নামলেন পন্থ তখন মনে করালো স্মৃতি, ভাঙা চোয়াল নিয়ে খেলেছিলেন অনিল কুম্বলে। আর পন্থের মাঠে নামা বিস্ময়ে তাকিয়ে দেখল ক্রিকেট বিশ্ব।

বুধবার গুরুতর আঘাত পান পন্থ। বৃহস্পতিবার সেই পায়েই হেঁটে মাঠে নামলেন পন্থ! ম্যাঞ্চেস্টারে পন্থ ব্যাট করতে নামতে পারবেন কিনা তা নিয়ে বেশ জল্পনা চলছিল। সেই জল্পনায় জল ঢেলে যেমন মাঠে নামেন তেমনিই দুরন্ত ইনিংসে গড়লেন ৫ বিশ্বরেকর্ড।

ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে বীরেন্দ্র শেহওয়াগের। ১০৩টি টেস্টে মোট ৯০টি ছক্কা। ম্যাঞ্চেস্টারে শহবাগের সেই রেকর্ডের সমান করলেন পন্থ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ক্রিকেটার এখন পন্থ। ৩৮ টেস্টে ২৭৩১ রান। এই রেকর্ড আগে ছিল রোহিতের দখলে।

বিদেশের মাটিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করা উইকেটকিপারের রেকর্ড পছন্দের দখলে। আগে এই রেকর্ড ছিল ধোনির। অ্যাওয়ে সিরিজে ৮টি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। বৃহস্পতিবার পন্থের হলো ৯টি।

এক সিরিজে সবচেয়ে বেশিবার হাফসেঞ্চুরি করা ভারতীয়র রেকর্ড ঋষভের দখলে। চলতি সিরিজে ৫টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ফারুক ইঞ্জিনিয়ার ও মহেন্দ্র সিং ধোনি এক একটি সিরিজে ৪টি করে হাফসেঞ্চুরি করেছিলেন।

ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করা উইকেটরক্ষক ব্যাটসম্যানও এখন পন্থ। চলতি সিরিজে তিনি করেছেন ৪৭৯ রান। এর আগে ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট করেছিলেন ৪৬৪ রান।

ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত এই ম্যাচে ঋষভ পন্ত ৬৯ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চারের সঙ্গে ২টি ছক্কা। প্রথম দিনে তিনি ৩৭ রান করার পর ‘রিটায়ার্ড হার্ট’ হন। ভাঙা পা নিয়েও পন্থ মোট ৫টি রেকর্ড গড়েন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code