WBSSC Bengali Mock Test 2025। SLST 2nd Bengali Practice Test । WBSSC 2nd SLST Bengali Model Paper। বাংলা মকটেস্ট প্রশ্নোত্তর PDF। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস বাংলা মডেল প্রশ্ন। SLST Bengali MCQ Test Practice
এই মডেল প্রশ্ন বাংলা বিষয়ের পাস এবং অনার্স উভয় ক্যাটাগরির জন্যই তৈরি করা হয়েছে। আপনার পড়াশুনার পাশাপাশি নিজে কতটা তৈরি হচ্ছেন তা যাচাই করতে আমাদের তৈরি মডেল প্রশ্নগুলি দেখেনিন।
১। ‘ছড়ানো রয়েছে কাছে দূরে!’- কী ছড়িয়ে রয়েছে?ক) কাঠকয়লা খ) শান্ত হলুদ দেবতারা গ) জলতরঙ্গ ঘ) শিশুদের শব
১। ‘ছড়ানো রয়েছে কাছে দূরে!’- কী ছড়িয়ে রয়েছে?
২। ‘মন্দিরে বাজছিল পূজার ঘন্টা’- কোথায় মন্দিরে পূজার ঘন্টা বাজার কথা বলা হয়েছে?
ক) আফ্রিকায় খ) আফ্রিকার অরণ্যে গ) সমূদ্রপারে পাড়ায় পাড়ায় ঘ) ইউরোপে
৩। ‘একসময় লেখা শুকানো হতো ______ দিয়ে’।
ক) আগুন খ) বাতাস গ) বালি ঘ) মাটি
৪। ‘খুবই টেকসই’ কী ‘টেকসই’ এর কথা বলা হয়েছে?
ক) ফাউন্টেন পেন খ) ঝরনা কলম গ) দোয়াত-কালি ঘ) গোরুর শিং বা কচ্ছপের খোল দিয়ে তৈরি নিব
৫। ‘নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে।’- কোন নামের কথা বলা হয়েছে?
ক) ঝরনা কলম খ) সুলেখা গ) সুলেখনি ঘ) জ্ঞানাঞ্জন-শলাকা
৬। ‘মায়াবী মানব সীতাপতি’ বক্তা-
ক) রাবণ খ) দেবী লক্ষ্মী গ) প্রমীলা ঘ) বীরবাহু
৭। ‘নাদিলা কর্বূরদল হেরি বীরবরে।’- ‘নাদিলা’ কথার অর্থ কী?
ক) নৃত্য করা খ) কান্না করা গ) আনন্দ করা ঘ) গর্জন করা
৮। ওয়াটস মীরজাফরকে কার মারফত চিঠি পাঠিয়েছিল ?
ক) খোজা মিয়াঁ খ) খোজা বিদ্রু গ) খোজা পিদ্রু ঘ) খোজা হোসেন
৯। ‘সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।’- বক্তা কে?
ক) অপূর্ব খ) নিমাই বাবু গ) জগদীশ ঘ) তলওয়ারকর
১০। ‘লল্লাটের লেখা তো খন্ডাবে না।’- বক্তা কে?
ক) গিরীশ মহাপাত্র খ) অপূর্ব গ) রামদাস ঘ) নিমাইবাবু
১১। ‘আজও তার বুকে রক্তের তৃষা।’- কার কথা বলা হয়েছে?
ক) ঘসেটি খ) লুৎফা গ) পলাশী ঘ) সিরাজদৌল্লা
১২। ‘ওর নিশ্বাসে বিষ’ – কার নিশ্বাসের কথা বলা হয়েছে?
ক) ঘসেটির খ) লুৎফার গ) পলাশীর ঘ) সিরাজদৌল্লার
১৩। অপূর্ব সায়ংসন্ধ্যা সম্পূর্ন করে যে ‘ভোজ্যবস্তু’ গ্রহন করেছিল তা কোথা থেকে বের করেছিল?
ক) তোরঙ্গ থেকে খ) ব্যাগ থেকে গ) পিতলের পাত্র থেকে ঘ) টিনের বাক্স থেকে
১৪। ‘দন্ড চারি এই মতে।’- চার দন্ড বলতে কত সময়ের কথা বলা হয়েছে?
ক) ১ ঘণ্টা ১৬ মিনিট খ) ১ ঘন্টা ২৬ মিনিট গ) ১ ঘন্টা ৩০ মিনিট ঘ) ১ ঘন্টা ৩৬ মিনিট
১৫। অদল-বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কার কানে গিয়েছিল?
ক) ইসাবের বাবা খ) অমৃতের মা গ) গ্রাম-পঞ্চায়েত ঘ) গ্রাম-প্রধান
১৬। ‘কী খাঁটি কোথা!’- বক্তা কে?
ক) ইসাব খ) অমৃত গ) অমৃতের মা ঘ) ইসাবের বাবা
১৭। পুলিশের লোক ট্রেনের মধ্যে অপূর্বর কতবার ঘুম ভাঙিয়েছিল ?
ক) দুই বার খ) এক বার গ) তিনবার ঘ) চারবার
১৮। ‘আমি তোমাকে টানিয়া নীচে নামাইতে পারি।’-বক্তা কে?
ক) অপূর্ব খ) তলওয়ারকর গ) নিমাই বাবু ঘ) সব ইন্সপেক্টর
১৯। ‘পৃথিবী ভরে গিয়েছে’- যে আলোয় ভরে গিয়েছিল তার রঙ কেমন?
ক) লাল খ) সবুজ গ) নীল ঘ) বেগুনি
২০। ‘মানুষের দেহের এই জীবকোশগুলির পরিবর্তন ঘটে।’- কত বছর অন্তর এই পরিবর্তন ঘটে?
ক) সাত বছর খ) দুই বছর গ) তিন বছর ঘ) বছর বছর
২১। তিন পাহাড়ের কোলের রং কেমন?
ক) সবুজ খ) ধূসর গ) নীলাভ ঘ) আকাশি
২২। “আকাশ ভরা তারায়”, “তারায়" কোন কারক?
ক) কর্মকারক খ) অধিকরণ কারক গ) করণ কারক ঘ) নিমিত্ত কারক
২৩। যুক্তি> যুকতি হলো-
ক) স্বরলোপের উদাহরণ খ) মধ্যস্বরাগমের উদাহরণ গ) স্বরসংগতির উদাহরণ ঘ) অপিনিহিতির উদাহরণ
২৪। ইঞ্চ > ইঞ্চি- এই পরিবর্তনটিকে বলা হয়-
ক) মধ্যস্বরাগম খ) স্বরসংগতি গ) অন্ত্যস্বরলোপ ঘ) অন্ত্যস্বরাগম
২৫। জানালা থেকে জানলা হয়েছে-
ক) অভিশ্রুতির কারণে খ) প্রগত সমীভবনের কারণে গ) অন্যোন্য সমীভবনের কারণে ঘ) মধ্যস্বরলোপের কারণে
২৬। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলা হয়-
ক) মধ্যগত স্বরসঙ্গতী খ) অভিশ্রুতি গ) প্রগত স্বরসংগতি ঘ) সমীকরণ
২৭। ধোঁকা > ধুঁকো, এক্ষেত্রে ঘটেছে-
ক) অন্যোন্য সমীভবন খ) অন্যোন্য স্বরসংগতি গ) অপিনিহিতি ঘ) মধ্যস্বরাগম
২৮। শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত ‘ই’ কার বা ‘উ’কারকে সেই ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারণ করার রীতিটি হলো-
ক) অভিশ্রুতি খ) ব্যঞ্জনসংগতি গ) অপিনিহিতি ঘ) বিপর্যাস
২৯। রাখিয়া>রাইখ্যা>রেখে। এক্ষেত্রে ঘটেছে-
ক) ধ্বনিবিপর্যয় খ) মধ্যস্বরলোপ গ) অন্ত্যস্বরলোপ ঘ) অভিশ্রুতি
৩০। সমাক্ষরলোপের একটি দৃষ্টান্ত হলো-
ক) ফলাহার>ফলার খ) বড়দিদি>বড়দি গ) পোষ্য > পোষ্যি ঘ) দেশি > দিশি
ক) স্বরলোপের উদাহরণ খ) মধ্যস্বরাগমের উদাহরণ গ) স্বরসংগতির উদাহরণ ঘ) অপিনিহিতির উদাহরণ
২৪। ইঞ্চ > ইঞ্চি- এই পরিবর্তনটিকে বলা হয়-
ক) মধ্যস্বরাগম খ) স্বরসংগতি গ) অন্ত্যস্বরলোপ ঘ) অন্ত্যস্বরাগম
২৫। জানালা থেকে জানলা হয়েছে-
ক) অভিশ্রুতির কারণে খ) প্রগত সমীভবনের কারণে গ) অন্যোন্য সমীভবনের কারণে ঘ) মধ্যস্বরলোপের কারণে
২৬। পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলা হয়-
ক) মধ্যগত স্বরসঙ্গতী খ) অভিশ্রুতি গ) প্রগত স্বরসংগতি ঘ) সমীকরণ
২৭। ধোঁকা > ধুঁকো, এক্ষেত্রে ঘটেছে-
ক) অন্যোন্য সমীভবন খ) অন্যোন্য স্বরসংগতি গ) অপিনিহিতি ঘ) মধ্যস্বরাগম
২৮। শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত ‘ই’ কার বা ‘উ’কারকে সেই ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারণ করার রীতিটি হলো-
ক) অভিশ্রুতি খ) ব্যঞ্জনসংগতি গ) অপিনিহিতি ঘ) বিপর্যাস
২৯। রাখিয়া>রাইখ্যা>রেখে। এক্ষেত্রে ঘটেছে-
ক) ধ্বনিবিপর্যয় খ) মধ্যস্বরলোপ গ) অন্ত্যস্বরলোপ ঘ) অভিশ্রুতি
৩০। সমাক্ষরলোপের একটি দৃষ্টান্ত হলো-
ক) ফলাহার>ফলার খ) বড়দিদি>বড়দি গ) পোষ্য > পোষ্যি ঘ) দেশি > দিশি
৩১। 'হাঁউ নিরাসী খমন ভতারি' কার লেখা পদ?
ক) কাহ্নপা খ) লুই পা গ) কুকুরিপা ঘ) লাড়িডোম্বি পা
৩২। 'সদগুরু বোহে করিহ সো নিচ্চল' কার রচিত?
ক) কাহ্নপা খ) ভুসুকপা গ) কুকুরিপা ঘ) লাড়িডোম্বি পা
৩৩। 'এড়ি এউ ছান্দক বান্ধ করণক পাটের আস' কে লিখেছেন?
ক) কাহ্নপা খ) ভুসুকপা গ) কুকুরিপা ঘ) লুইপা
৩৪। 'আপনা মাংসে হরিণা বৈরী' রচয়িতা কে?
ক) কাহ্নপা খ) ভুসুকপা গ) কুকুরিপা ঘ) লুইপা
৩৫। 'খুন্টি উপাড়ী মেলিলি কাচ্ছি' কার পদ?
ক) কাহ্নপা খ) ভুসুকপা গ) কুকুরিপা ঘ) কম্বলাম্বরপা
৩৬। 'বেঙ্গ সংসার বড়িল জাঅ' কার রচিত?
ক) ঢেণ্টনপা খ) ভুসুকপা গ) কুকুরিপা ঘ) কম্বলাম্বরপা
৩৭। চর্যাপদের একমাত্র নারী পদকর্তা-
ক) ঢেণ্টনপা খ) ভুসুকপা গ) কুক্কুরিপা ঘ) কম্বলাম্বরপা
৩৮। 'চর্যাচর্যবিনিশ্চয়'- এর অর্থ কী?
ক) কোনটি চর্যাগান, আর কোনটি নয় খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয় গ) কোনটি চরাচরের, আর কোনটি নয় ঘ) কোনটি আচার্যের, আর কোনটি নয়
৩৯। চর্যাপদের টীকাকারের নাম কী?
ক) মীননাথ খ) প্রবোধচন্দ্র বাগচী গ) হরপ্রসাদ শাস্ত্রী ঘ) মুনিদত্ত
৪০। চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
ক) প্রবোধচন্দ্র বাগচী খ) যতীন্দ্র মোহন বাগচী গ) প্রফুল্ল মোহন বাগচী ঘ) প্রণয়ভূষণ বাগচী
কমেন্ট বক্সে আপনার উত্তরগুলি সাবমিট করুন । পরবর্তি মডেল প্রশ্নে এই সংখ্যার উত্তর দেওয়া হবে। নিয়মিত ফলো করতে আমাদের Whatsapp Channel এ যুক্ত হয়ে নিন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊