WBPSC MISSCLLANOUS RESULT OUT
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াসের প্রিলিমিনারী পরীক্ষার ফল। ১০২২৯ জনের একটি তালিকা প্রকাশ করেছে পিএসসি। এই তালিকায় থাকা প্রত্যেকে মেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট pscwbapplication.in এ গিয়ে তালিকাটি ডাউনলোড করতে পারবেন।
প্রার্থীরা কিভাবে ডাউনলোড করবেন এই তালিকা?
প্রথমে আপনাকে WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে।র হবে। অফিশিয়াল ওয়েবসাইট pscwbapplication.in
এরপর “LIST OF CANDIDATES WHO ARE BEING QUALIFIED FOR THE MAIN EXAMINATION PROVISIONALLY ON THE BASIS OF THE RESULTS OF MISCELLANEOUS SERVICES RECRUITMENT (PRELIMINARY) EXAMINATION, 2023 (ADVERTISEMENT NO. 11/2023).” এ ক্লিক করতে হবে।
ক্লিক করলেই রেজাল্টের পিডিএফ ভেসে উঠবে।
Cut off Marks MISCELLANEOUS SERVICES RECRUITMENT (PRELIMINARY) EXAMINATION, 2023 (ADVERTISEMENT NO. 11/2023)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊