কে হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি? বৃহস্পতিবার নির্বাচন
কে হবেন রাজ্য বিজেপির সভাপতি এনিয়ে জল্পনা চলছেই। এর মাঝেই আজ নির্বাচন নিয়ে জল্পনার ইতি। আগামী ৩রা জুলাই বৃহস্পতিবার হবে রাজ্য সভাপতি বাছাইয়ের নির্বাচন। তার আগে বুধবার মনোনয়নপত্র জমার পর্ব। বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল বিজেপি। বুধবার যদি একের বেশি মনোনয়ন জমা না পড়ে তবে বুধবারেই স্পষ্ট হয়ে যাবে রাজ্য সভাপতি।
বিজ্ঞপ্তিতে বিজেপি জানিয়েছে মনোনয়ন জমা, স্ক্রুটিনি এমনকি মনোনয়ন প্রত্যাহার সব করা হবে বুধবারেই। বৃহস্পতিবার হবে নির্বাচন। বৃহস্পতিবারের নির্বাচনে ভোটদাতা ২৯৪ জন। রাজ্যের প্রতিটি বিধানসভার একজন করে প্রতিনিধি নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করবেন।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে সেপ্টেম্বর মাসে সুকান্ত রাজ্য বিজেপির সভাপতি হন। দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্তের নাম সরাসরি ঘোষণা করা হয়। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দু’টি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এ অবস্থায় বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে সুকান্ত দলের রাজ্য সভাপতির ছেড়ে দেবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊