Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওভালে মধ্যাহ্নভোজের আগেই জোড়া নজির শুভমনের

ওভালে মধ্যাহ্নভোজের আগেই জোড়া নজির শুভমনের

Gill


ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমে জোড়া নজির গড়ে বসলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। গ্যারি সোবার্স ও গাওস্কারের রেকর্ড ভেঙে প্রথম দিন মধ্যাহ্নভোজের আগেই দু’টি রেকর্ড গড়লেন।

ওভালে ১ রান করতেই সোবার্সকে টপকে গেলেন গিল। ‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয়) দেশের মাটিতে একটি টেস্ট সিরিজ়ে সফরকারী দেশের অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের নজির গড়লেন শুভমন। ১৯৬৬-তে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৭২২ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অলরাউন্ডার। সেই রেকর্ড এদিন নিজের দখলে করলেন গিল।

ভারতের অধিনায়ক হিসাবে একটি টেস্ট সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন গিল। এতদিন গাওস্কারের কাছে ছিল এই রেকর্ড। ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক গাওস্কর। এ দিন ১১ রান করার সঙ্গে সঙ্গে চলতি সিরিজ়ে শুভমনের রান হয় ৭৩৩। তৈরি হয় নতুন নজির। ওভালে আরো দশটির বেশি রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে গিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code