এসএসসির ফল প্রকাশের পর দেখতে দুর্ভোগ! নয়া ওয়েবসাইট আনলো কমিশন
স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশের ফল প্রকাশ করেছে শুক্রবার। কিন্তু ফল প্রকাশ করলেও ক্রাশ হয়ে যায় কমিশনের ওয়েবসাইট। এরপর নয়া ওয়েবসাইট আনলো কমিশন। সেই ওয়েবসাইট থেকেই দেখা যাচ্ছে ফল। wbsschelpdesk.com-এই নতুন ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন তাঁরা। পদ্ধতি একই থাকছে বলে জানা গিয়েছে।
পরীক্ষার আড়াই মাসের মধ্যে শুক্রবার রাতে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সার্ভার ক্রাশ করায় বিপাকে পড়ে প্রার্থীরা। এবার একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে মোট ১২ হাজার ৫১৪ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। আবেদন করেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। মোট ৬০ নম্বরে পরীক্ষা হয়।
ফল জানতে সরাসরি ক্লিক করুন

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊