তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! বিশ্ব আদিবাসী দিবস পালন নিয়ে উত্তেজনা, হেনস্তার শিকার বিধায়ক
জলপাইগুড়ি: বিশ্ব আদিবাসী দিবস পালনকে কেন্দ্র করে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও কার্যালয়ে প্রকাশ্যে চলে এল শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দীর্ঘ নয় বছর ধরে যাঁরা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন, তাঁদের বাদ দিয়ে সিপিএম ও বিজেপি-র মতো বিরোধী দলের সদস্যদের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে হেনস্তার শিকার হতে হয়েছে বলেও জানা গিয়েছে।
বিগত নয় বছর ধরে তৃণমূল কংগ্রেসের এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের উদ্যোগে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়া ঝাড় এলাকায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। এবারে সেই অনুষ্ঠানকে বাতিল করে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সরকারিভাবে অন্য জায়গায় অনুষ্ঠানের পরিকল্পনা করেন। অভিযোগ, এই অনুষ্ঠানে তৃণমূল কর্মীদের বাদ দিয়ে সিপিএম ও বিজেপি-র মতো বিরোধী সংগঠনের সদস্যদের নামে সরকারি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।
গোপন সূত্রে এই খবর পেয়ে পূর্বে অনুষ্ঠানের আয়োজকরা বিডিও কার্যালয়ে ছুটে আসেন। সেখানেই উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানাযায়, ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের হাতে বিধায়ককে হেনস্তা হতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
আদিবাসী তৃণমূল কর্মী নন্দ ওরাও বলেন, “আমরা গত নয় বছর ধরে বিশ্ব আদিবাসী দিবস পালন করে আসছি। এবার খগেশ্বর রায় অনুষ্ঠানটিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে সিপিএম ও বিজেপি-র মতো সংগঠনের লোকেদের সরকারি আমন্ত্রণপত্র দিচ্ছেন।”
অন্যদিকে, বিধায়ক খগেশ্বর রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আজ বৈঠক ছিল, সেখানে একজনের নাম না থাকায় বিরোধ বাঁধে।” তিনি বারবার অনুরোধ সত্ত্বেও সেই নামটি বলতে অস্বীকার করেন। তিনি আরও বলেন, “আমরা সবাই এক, ওরা বলছে মন্ত্রীকেও রাখতে হবে।”
বিডিও অফিস সূত্রে জানা গেছে, যে নামটি কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, তিনি হলেন এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস।
এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলের ভেতরের এই কোন্দল আদিবাসী দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রকাশ্যে আসায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊