WBSSC SLST: পরীক্ষার্থীদের জন্য ক্যাটাগরি জমা বা সংশোধনের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত
বড় খবর। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে যারা আবেদন করেছেন তাঁদের জন্য বড় খবর। স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি মূলত 2nd SLST(AT), 2025-এর (ক্লাস IX-X এবং XI-XII) সেই সকল প্রার্থীদের জন্য নিজেদের ক্যাটাগরি জমা বা সংশোধন করতে চান। সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে, আবেদনকারীদের তাদের ক্যাটাগরি সংক্রান্ত তথ্য জমা বা সংশোধন করার জন্য অনলাইন পোর্টালটি পুনরায় খোলা হবে বলে জানানো হয়েছে।
যে সকল প্রার্থীরা 2nd SLST(AT), 2025 (IX-X এবং XI-XII শ্রেণীর জন্য) আবেদন করেছেন তাঁরা অনলাইন পোর্টালে গিয়ে নিজের ক্যাটাগরি (Category) এবং সাব-ক্যাটাগরি (Sub-category) সংক্রান্ত তথ্য জমা বা সংশোধন করতে পারবেন। এই প্রক্রিয়াটি আগামী ০৫.০৮.২০২৫ থেকে ১১.০৮.২০২৫ পর্যন্ত চলবে। OBC সংক্রান্ত মামলায় মাননীয় সুপ্রিম কোর্টের ২৮.০৭.২০২৫ তারিখের একটি আদেশের (SLP (C) No.17422 of 2025) ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের 2nd SLST(AT), 2025 (IX-X এবং XI-XII শ্রেণীর জন্য) আবেদন শুরুর সময় জাতিগত ক্যাটাগরিতে ওবিসি অন্তুর্ভুক্ত থাকলে তা তুলে দেওয়া হয় কারণ ওবিসি সংক্রান্ত আইনি জটিলতা ছিল, মামলা ছিল আদালতে। ফলে ওবিসি ক্যাটাগরির আবেদনকারীরা সাধারণ ক্যাটাগরিতেই আবেদন করতে বাধ্য হয়। ফলে ওবিসির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাঁরা। প্রথমত সাধারণ ক্যাটাগরির আবেদন ফি দিয়েই আবেদন করতে হয় তাঁদের। কিন্তু এই ক্যাটাগরি আগামী দিনে চাকরি পেতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা সবার জানা। তাই এই সুযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আবেদনকারীদের খুব সতর্কতার সাথে ফর্ম পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সার্টিফিকেট নম্বর এবং প্রদানকারী কর্তৃপক্ষের নাম লেখার সময় কোনো ভুল করবেন না। আপনার কাছে থাকা আসল সার্টিফিকেট দেখেই সমস্ত তথ্য পূরণ করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊