Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষকদের জন্য সুখবর! কৃষক বন্ধু প্রকল্পে ১০হাজার টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার

কৃষকদের জন্য সুখবর! কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার 


PM Kisan Maandhan Yojana



কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন খরিফ মরশুমের জন্য কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে টাকা পাঠানো শুরু করলো রাজ্য। ২৯শে জুলাই রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে বলেই ঘোষনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতে ২৯৩০ কোটি টাকা দিচ্ছে রাজ্য।

মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে জানান, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আসন্ন খরিফ মরসুমের জন্য কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হল। কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। যাঁদের কম জমি আছে, তাঁরাও আনুপাতিক হারে (ন্যূনতম ৪ হাজার টাকা) সহায়তা পান।


এবারে রাজ্যের ১ কোটি ৯ লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন।তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২,৯৩০ কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। এই বছরের শেষের দিকে রবি মরসুমের জন্যও একই পরিমাণ টাকা দেওয়া হবে। ২০১৯ সালে চালু হবার পর থেকে এই প্রকল্পে মোট ২৪,০৮৬ কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এজন্য আমি গর্বিত! জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 


শুধু তাই নয়, ১৮ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তাঁর পরিবারকে সামাজিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে ২ লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয়। এই খাতেও বাংলার প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবার মোট ২,৯২০ কোটি টাকা সহায়তা পেয়েছেন।


তিনি আরও জানান, আমি সবসময় মনে করি, আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামীদিনেও এভাবেই তাঁদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে।


বছরে সাধারণত দু’দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়। খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code