এক ইনিংসেই এক ডজন নজির রুটের, কি কি কীর্তি গড়লেন তিনি?
কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন জো রুট। টেস্টে ব্যাট হাতে নেমেই নজির গড়ছেন জো রুট। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারে ১৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। এই একটা ইনিংসে তিনি এক ডজন নজির গড়েছেন।
এক ডজন নজির:
- ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টেস্টে ১০০০ রান করেছেন।
- গ্রাহাম গুচ ও অ্যালিস্টার কুকের পর তিনি তৃতীয় ইংরেজ ব্যাটার ইংল্যান্ডের দুটো মাঠে ১০০০ রানের বেশি করেছেন। লর্ডসে ২১৬৬ রান করেছেন রুট। পাশাপাশি ম্যাঞ্চেস্টারে ১১২৮ রান।
- ৫০-এর বেশি রান ১০৪ বার করলেন রুট। তাঁর সামনে একমাত্র সচিন তেন্ডুলকরের টেস্টে ১১৯ বার ৫০-এর বেশি রান রয়েছে।
- ভারতের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি শতরান রুটের। ১২টা শতরান করেছেন তিনি।
- ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে নবম এবং প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও ব্যাটারের করা সর্বাধিক শতরান।
- টেস্টে নিজের ৩৮তম শতরান করেছেন রুট। কুমার সঙ্গকারারও ৩৮টা শতরান রয়েছে। রুটের উপরে রয়েছেন তিন জন। সচিনের ৫১, কালিসের ৪৫ ও পন্টিংয়ের ৪১টা শতরান রয়েছে টেস্টে।
- একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতরানের তালিকায় রুট ছুঁয়ে ফেলেছেন জ্যাক হবসকে। ১২টি শতরান করেছেন দুজনেই।
- ঘরের মাঠে টেস্টে ২৩টা শতরান করেছেন রুট। ঘরের মাঠে পন্টিং, কালিস ও মাহেলা জয়বর্ধনেরও ২৩টা শতরান রয়েছে। তাঁদের ছুঁয়ে ফেলেছেন ইংরেজ ব্যাটার।
- টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়েছেন রুট। এক ইনিংসে তিন জনকে টপকে গিয়েছেন তিনি। টেস্টে রুটের রান ১৩,৪০৯। তিনি রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), কালিস (১৩,২৮৯) ও পন্টিংকে (১৩,৩৭৮) এক ইনিংসেই টপকে গিয়েছেন। এখন রুটের সামনে শুধু সচিন (১৫,৯২১)।
- টেস্টে একজন বোলারের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রুট। ভারতের রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে তাঁর রান ৫৮৮। এত দিন এই রেকর্ড ছিল স্মিথের। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ৫৭৭ রান করেছিলেন তিনি।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊