ফের ভেঙে পড়লো যাত্রীবাহী বিমান! প্রথমে নিখোঁজ তারপর মিললো ধ্বংসের খোঁজ!
শেষ পর্যন্ত খোঁজ মিললো রাশিয়ার আকাশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া যাত্রী বিমানের। যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তেমনই ঘটল। যাত্রীসমেত ভেঙে পড়েছে বিমানটি। জানা যাচ্ছে দেশের আমূর অঞ্চলে ভেঙে পড়েছে বিমানটি।
রাশিয়ার সংবাদ সংস্থা TASS জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা (Angara) সংস্থার। চিন সীমান্ত সংলগ্ন আমুর অঞ্চলের তিন্ডায় অবতরণের কথা ছিল বিমানটির। সেখানেই ভেঙে পড়ে। জানা যাচ্ছে বিমানে ৪৯ জন যাত্রী এবং ছয় বিমানকর্মী সওয়ার ছিলেন বলে খবর। বিমানে যাত্রীদের মধ্যে পাঁচ শিশুও ছিল।
আমুরে অবতরণের কয়েক কিলোমিটার আগেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে খবর তার আগে ট্রাফিক টাওয়ারের সাথে সিগন্যাল বিভ্রাট হয় বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় যে ফুটেজ সামনে এসেছে, তাতে জঙ্গলের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। আঙ্গারা সংস্থার অ্যান্টনভ AN-24 বিমান বলে জানা গেছে।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊