আমেরিকার ফুটবল লিগে আচমকাই ‘নিষেধাজ্ঞা’র কবলে লিওনেল মেসি
আমেরিকার ফুটবল লিগে আচমকাই ‘নিষেধাজ্ঞা’র কবলে লিওনেল মেসি ও জর্দি আলবা। ইন্টার মায়ামির পরের ম্যাচ এফসি সিনসিনাটির বিরুদ্ধে আর সেই দুই ম্যাচেই নিষিদ্ধ দুজনেই।
গত বুধবার টেক্সাসে এমএলএস অল স্টারের সঙ্গে ম্যাচ ছিল মেক্সিকো লিগা এমএক্স অলস্টারের। অর্থাৎ আমেরিকার লিগে খেলা সেরা একাদশের বিরুদ্ধে মেক্সিকোর লিগের সেরা একাদশের ম্যাচ। ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও এই দুই তারকা খেলেননি। আর তাই নিষিদ্ধ করা হয়েছে দুই তারকাকেই।
অলস্টার ম্যাচে অংশগ্রহণ না করায় মেসির মতো তারকার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে এমএলএসের তরফ থেকে বলা হয়েছে, ‘লিগের নিয়ম অনুযায়ী যাঁরা অলস্টার ম্যাচে আগে থেকে না জানিয়ে অংশগ্রহণ করেনি, তাঁরা লিগে ক্লাবের পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন না।’
ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জে মাস জানিয়েছেন, “ওরা খুবই ভেঙে পড়েছে। এই লিগটাকে মেসি ভালোবাসে। একটা জিনিস দুজনেই বুঝতে পারছে না, কেন একটা প্রীতি ম্যাচে না খেলায় একম্যাচে নিষিদ্ধ করা হচ্ছে।”
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊