মিসড কলেই প্রেম, প্রেমিকার টানে মেদিনীপুর থেকে দিনহাটায় নাবালক! 




মিসড কলে মাস ছয়েকের প্রেম। আর তাতেই প্রেমিকের ডাকে ঘরছাড়া ১৪ বছরের কিশোর। প্রেমিকার টানে প্রায় ৭৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছালো দিনহাটায়। এদিক ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে চিন্তায় পড়েন মেদিনীপুরে থাকা পরিবার পরিজনেরা। শুরু হয় খোঁজা খুজি ও থানা পুলিশ। শেষমেশ দিনহাটা থানার পুলিশ উদ্ধার করে মেদিনীপুরের ওই নাবালককে।



ঘটনার সূত্রপাত মাস খানেক আগে, মেদিনীপুরের নাবালকের মোবাইল থেকে মিসডকল আসে দিনহাটার শহর সংলগ্ন এক নাবালিকার ফোনে।এরপর সেই নম্বরে ফোন যেতেই দুএক কথা পরিণত হয় প্রেমে।এরপর কয়েকমাস যেতেই শুরু হয় ঘর বাঁধার স্বপ্ন।আর সেই স্বপ্ন নিয়েই রবিবার বাড়িতে কিছু না বলেই মেদিনীপুরের বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই নাবালক।এরপর মাঝে একদিন পেরিয়ে গেলেও নাবালকের খোঁজ না মেলায় চিন্তায় পড়ে বাড়ির লোকজন। শুরু হয় থানা পুলিশ,এরই মাঝে ওই যুবকের পরিবারের এক সদস্য বইয়ের ভাঁজে খুঁজে পায় মেয়েটির নম্বর। এবং সেই নম্বরেই ফোন করতেই নাবালিকা স্বীকার করে নেয় তার সাথে দেখা করতেই দিনহাটা আসছে। আর এরপরেই ওই যুবকের পরিবারের তরফ থেকে দিনহাটা থানায় যোগাযোগ করলে শুরু হয় যুবকের সন্ধান।



তবে পুলিশ সূত্রে দাবি এই কাজে তাদের সহযোগিতা করে ওই নাবালিকা মেয়েটিই।কিন্তু কীভাবে? সেবিষয়ে জানাতে দিনহাটা থানার এক আধিকারিক বলেন ওই নাবালিকাকে দিয়ে ছেলেটিকে ফোন করানো হয় এবং বলা হয় সে দিনহাটা শহরের থানাদিঘির ধারে বসে আছে। প্রেমিকার সাথে ঘর বাঁধার স্বপ্নে বিভোর ছেলেটি মেয়েটির কথামতো সোমবার সন্ধ্যায় সেখানে এলেই দিনহাটা থানার পুলিশ ওই নাবালককে উদ্ধার করে দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয়।মঙ্গলবার ছেলেটির পরিবারের সদস্যরা দিনহাটা থানায় এলে তাদের হাতে তুলে দেওয়া হবে ওই নাবালককে। প্রেম সার্থক না হলেও নাবালককে না বলে বাড়ি ছাড়ার খেসারত দিতে হলে বলেই মনে করছে অনেকে।



আইসি জয়দীপ মোদকের কথায় মেদিনীপুরের একটি ছেলে হঠাৎই বাড়িতে কিছু না বলেই বেরিয়ে যায়।পরবর্তীতে জানতে পারি পারি এখানকার একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। আর তারই টানো সে ট্রেন, বাস এরপর টোটো করে সোমবার দিনহাটায় পৌঁছায়।এবং আমাদের কয়েকজন পুলিশ কর্মী ওই মেয়েটকে সঙ্গে নিয়ে ছেলেটিকে উদ্ধার করি।