বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ঘোষনা সময়ের অপেক্ষা

Samik


বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবারেই বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি পদে নির্বাচন করেছে শমীক ভট্টাচার্যকে। বছর ঘুরলেই বিধানসভা ভোট। ফের একবার বঙ্গ দখলের স্বপ্ন দেখছে বিজেপি।আর সেই ভোট পরিচালনার গুরুদায়িত্ব শমীক ভট্টাচার্যের ওপরই দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে করা হয়েছে। সেই মতোই বুধবার ছিল নির্বাচন প্রক্রিয়া। একি দিনে মনোনয়ন জমা থেকে স্ক্রুটিনি ছিল। ছিল ভোটদান প্রক্রিয়াও। কিন্তু জানা যাচ্ছে শমীক একাই জমা দিয়েছেন মনোনয়ন। মনোনয়নপত্র জমার সময় পাশে পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ ও মন্ত্রী সুকান্ত মজুমদারকেও।

তবে দেখা মিললো দিলীপ ঘোষের। এমনকি নয়া রাজ্য সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি এমনটাই সূত্রের খবর। সময়ের অপেক্ষা, আজকেই নয়া রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষনা করবে বিজেপি।