Latest News

6/recent/ticker-posts

Ad Code

IGNOU's admission process : ইগনু'র ভর্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা: বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন

ইগনু'র ভর্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা: বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন

IGNOU's admission process and future plans


সুরশ্রী রায় চৌধুরী, কলকাতা, ৭ই জুলাই, ২০২৫: ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) এর কলকাতা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আজ বিকাশ ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে ইগনু'র ভর্তি প্রক্রিয়া, পাঠ উপকরণ প্রাপ্তি, পরীক্ষা দান পদ্ধতি, বার্ষিক নাম নথিভুক্তি করণ এবং ফলাফল প্রাপ্তি সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার শুরুতে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়-এর বিশেষ আধিকারিক প্রভাষ চন্দ্র দত্ত স্বাগত বক্তব্যে ইগনু'র পাঠক্রম ও পাঠ কেন্দ্র সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।

এরপর কলকাতা আঞ্চলিক কেন্দ্রের বরিষ্ঠ আঞ্চলিক অধিকর্তা ড. সুজাতা দত্ত হাজারিকা বিশদে ইগনু'র স্থাপন কাল, এর উদ্দেশ্য, ভর্তি সংক্রান্ত নিয়মাবলী এবং বছরে দু'বার ভর্তির সময়সূচি নিয়ে আলোকপাত করেন। তিনি মুক্ত দূরশিক্ষার উপযোগিতা এবং কীভাবে পাঠ কেন্দ্রে শিক্ষার্থীরা সহজে পাঠ গ্রহণ করতে পারবে, তা ব্যাখ্যা করেন। একই সাথে, তিনি সাংবাদিক বন্ধুদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই তথ্য খবরের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

যুগ্ম অধিকর্তা ড. শান্তনু মুখার্জি পঠন-পাঠনে সার্টিফিকেট, ডিপ্লোমা এবং ডিগ্রি লাভের সহজ পদ্ধতির পাশাপাশি পিএইচডি পর্যন্ত কী কী বিষয় নিয়ে পড়াশোনা করা যায়, সে বিষয়ে ব্যাখ্যা দেন। সহ অধিকর্তা অজয় কুমার বেহেরা ইগনু'র কমন প্রোস্পেকটাস-এর উল্লেখ করেন এবং জানান যে, নিয়মিত কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিষয় ছাড়াও পেশামুখী নানান আধুনিক প্রযুক্তি বিষয় নিয়ে সহজে পাঠ গ্রহণ করা যায় এবং যেকোনো বয়সেই পড়াশোনা শুরু করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন যে, তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীরা কোনো আর্থিক খরচ ছাড়াই ইগনু-তে পাঠ গ্রহণ করতে পারবেন।

আলোচনায় ইগনু-কে 'পিপলস ইউনিভার্সিটি' এবং জাতীয় শিক্ষানীতি নির্ভর শিক্ষা ব্যবস্থা হিসেবেও তুলে ধরা হয়। এই গুরুত্বপূর্ণ আলোচনায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় কুড়িজন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী জয়ন্তী সরেন-এর কণ্ঠে 'চোখের আলোয় দেখেছিলেম' রবীন্দ্র সঙ্গীত বাংলায় এবং সাঁওতালি ভাষায় পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code