পুলিশের সামনেই নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতেই কালো পতাকা ও গো ব্যাক স্লোগান মন্ত্রীকে
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
পুলিশের সামনেই নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতেই কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।উত্তপ্ত গোটা এলাকা।
বৃহস্পতিবার সকালে নেজের কেন্দ্র মন্তেশ্বর বিধানসভায় আসেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।আর তখনি মন্ত্রীকে দেখে হাতে কালো পতাকা নিয়ে গোব্যাক স্লোগান দিতে থাকেন তারি দলের কর্মীরা।
সিদ্ধকুল্লা চৌধুরীর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন এর আঙ্গুলী হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় ও তার দিকে তেড়ে আসে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারতো। পুলিশ তা করেনি। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর এর মালডাঙ্গাতে।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে যাওয়ার পর তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ ভাঙচুর চলে মন্ত্রীর গাড়িতেও। সিদ্দিকুল্লা মন্তেশ্বরের বিধায়ক। একুশে জুলাইয়ের প্রস্তুতিসভার আগে বৃহস্পতিবার সেখানে যান রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। তাঁর কনভয় মালডাঙা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছোতেই হাতে ঝাঁটা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক জন। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান।
উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি মালডাঙা ও আশপাশের এলাকারা রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবায় অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊