ফের ভাঙ্গন বিজেপিতে, পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে
TMC


কোচবিহার :-

ফের ভাঙ্গন বিজেপিতে,নাটাবাড়ি বিধানসভার দুই নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ভক্ত রাম দাস বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।




কোচবিহারে আবারো দেখা গেল বিজেপিতে ভাঙ্গল, বিজেপি ছেড়ে তৃণমুল কংগ্রেসের যোগদান করল নাটাবাড়ি বিধানসভার দুই নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ভক্ত রাম দাস। মঙ্গলবার দুপুরে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর হাত ধরেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেন তিনি।

সেখানে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান --- কোচবিহার জেলায় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের 187 জন গ্রাম পঞ্চায়েত যোগদান করেছেন। এদিন ১৮৮ তম গ্রাম পঞ্চায়েত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ইতিমধ্যে নাটাবাড়ি ১ এ বিভিন্ন কাজ করা হয়েছে আগামী দিনে নাটাবাড়ি ২ এ হাত দেওয়া হবে।




এই বিষয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী ভক্তরাম দাস জানান বর্ষা আসলে ওই এলাকায় একটি রাস্তা রয়েছে যেখানে হাঁটা যায় না তৃণমূল কংগ্রেস সেই রাস্তা থেকে তৈরি করে দিয়েছে। আমরা বিজেপিতে ছিলাম তাই এই গ্রুপ করে আর কোন লাভ নাই তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়ে এদিন তিনি বিজেপিতে যোগদান করলেন।