Adah Sharma: শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেত্রী আদাহ শর্মা

Adah Sharma


শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেত্রী আদাহ শর্মা। দ্য কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী আগামী একটি সিনেমার শ্যুটিং করছিলেন আর সে সময়েই চোট পান তিনি। গুরুতর আঘাত পান তিনি। যদিও চোট পাওয়ার পরেও শ্যুটিং থামাননি তিনি। একটি স্টান্টের মহড়া দিতে গিয়ে আহত হয়েছেন বলে খবর।
Adah Sharma


চোট পাওয়ায় পর প্রাথমিক চিকিৎসার পর ফের শ্যুটিংয়ে ফেরেন তিনি। চোট নিয়েও সিনেমার শ্যুটিং নিয়ে আদাহ শর্মা বলেছেন, 'যন্ত্রণা সাময়িক কিন্তু সিনেমা সবসময় চলবে। এখন আমি একেবারে একজন অ্যাকশন-হিরোইনের মতো দেখতে।" 

Adah Sharma


তিনি আরোও জানান, "যে রাতে শ্যুটিংয়ের মহড়া দিতে গিয়ে আমার আঘাত লেগেছিল, পরেরদিন আমার একটা রোম্যান্টিক মিউজিক ভিডিওর শ্যুটিং ছিল। সেটা আমি বাতিল করিনি। শ্যুটিংটা করেছি। শ্যুটিংয়ের মধ্যে আমি ফোলাভাব কমানোর জন্য বার বার বরফের প্যাক ব্যবহার করছিলাম। আর আঘাতের যে দাগ সেটা মেকআপ দিয়ে ঢেকেছিলাম।
Adah Sharma


তিনি আরোও বলেন, 'আমি এত দুর্দান্ত চরিত্রে অভিনয় করার এবং প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আমি খুব ভাগ্যবান। সেটা ‘দ্য কেরালা স্টোরি’-র মতো গল্প হোক বা রীতা সানিয়ালের মতো চরিত্র, আমি সেগুলোকে আরও বাস্তবসম্মত এবং খাঁটি করার চেষ্টা করি।'
Adah Sharma


সম্প্রতি তিনি বিয়ে করতে চান না বলেই মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্য বেশ চর্চা তৈরি করেছিল। বিবাহের সময় তাঁর স্বপ্নের পোশাক নিয়ে আদাহকে প্রশ্ন করা হলে আদাহ জানান তাঁর বিয়ে করার ইচ্ছে নেই।