AIIMS NORCET 9th Online Form 2025 for 3500 Post
All India Institute of Medical Science (AIIMS) নার্সিং অফিসার নিয়োগের সাধারণ যোগ্যতা নির্ণয়ক পরীক্ষার আয়োজন করেছে। গত ২২শে জুলাই থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা ১১ই আগস্ট পর্যন্ত চলবে।
AIIMS Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET-2025)-এ আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। প্রার্থীকে B.Sc Nursing এবং নার্স ও মিড-ওয়াইফ হিসেবে State / Indian Nursing Council এ যুক্ত থাকতে হবে অথবা Diploma in General Nursing Midwifery ও নার্স ও মিড-ওয়াইফ হিসেবে State / Indian Nursing Council এ যুক্ত থাকার পাশাপাশি ২ বছরের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে তবে আবেদন করতে পারবে।
এই পরীক্ষায় বসার জন্য জেনারেল ও ওবিসিদের ৩০০০ টাকা এবং এসসি, এসটি, EWS দের ২৪০০ টাকা ফি দিতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊