Aadhaar Service : ২০ ঘণ্টা আধার কার্ডের কোনো অনলাইন কাজ হবে না, ঘোষনা UIDAI-র
Aadhaar Service : ২০ ঘণ্টা আধার কার্ডের কোনো অনলাইন কাজ হবে না, ঘোষনা UIDAI-র। ২৭শে জুলাই, ২০২৫, দুপুর ১২টা থেকে ২৮শে জুলাই, ২০২৫, সকাল ৮টা পর্যন্ত, অর্থাৎ মোট ২০ ঘন্টা আধার সম্পর্কিত বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যাহত থাকবে।
সিস্টেমের কর্মক্ষমতা এবং গতি বাড়ানোর জন্য রক্ষনাবেক্ষনের কাজের জন্য এই পরিষেবা ব্যহত থাকবে। ভবিষ্যতে আধার ব্যবহারকারীদের আরও উন্নত এবং দ্রুত পরিষেবা প্রদান করাই মূল উদ্দেশ্য UIDAI-র। এই সময়ে MyAadhaar পোর্টাল এবং mAadhaar অ্যাপ ব্যবহারকারীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
UIDAI এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে। UIDAI তার ব্যবহারকারীদের সেরা পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই রক্ষণাবেক্ষণের কাজ সেই লক্ষ্যেরই একটি অংশ তাই এই পরিষেবা ২০ ঘন্টার জন্য বন্ধ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊