Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব পরিবেশ দিবসে দিনহাটা ২ নম্বর ব্লকে চারা গাছ রোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবসে দিনহাটা ২ নম্বর ব্লকে চারা গাছ রোপণ কর্মসূচি

World Environment Day


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনহাটা ২ নম্বর ব্লকে এক বিশেষ চারা গাছ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া এবং জনসাধারণকে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা।




এই দিনটি ঘিরে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) নীতিশ তামাং, জয়েন্ট বিডিও, দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুভাসিনী বর্মন, কর্মাধ্যক্ষ বিভাস অধিকারী, সুধীর বর্মন সহ অন্যান্য আধিকারিকগণ ও কর্মীবৃন্দ।




অনুষ্ঠানস্থলে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। চারা রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বক্তৃতা প্রদান করেন কর্মকর্তারা। তারা সকলেই একবাক্যে বলেন—“পরিবেশ রক্ষায় গাছ লাগানো শুধু দায়িত্ব নয়, একান্ত প্রয়োজনও।”




অনুষ্ঠানটি স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী ও সমাজকর্মীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। অনেকেই হাতে হাতে চারা তুলে নিয়ে নিজেদের আশেপাশে লাগানোর প্রতিশ্রুতি দেন।




পরিবেশ দিবসে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মকে একটি সবুজ, স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code