Latest News

6/recent/ticker-posts

Ad Code

চওড়াহাট বাজারে ফের আগুন, ক্ষতিগ্রস্ত একটি চায়ের দোকান

চওড়াহাট বাজারে ফের আগুন, ক্ষতিগ্রস্ত একটি চায়ের দোকান

Fire at Dinhata


দিনহাটা,৫ জুনঃ

দুই মাসের ব্যবধানে চওড়াহাট বাজারে ফের আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।বৃহস্পতিবার সকালে চওড়াহাট বাজারের রবি সাহা নামে এক চা বিক্রেতার দোকানে আগুন লাগে।যদিও দমকলের তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনে।তবে অগ্নিকান্ডের জেরে চায়ের দোকানের একাংশ পুড়ে যায়।


প্রত্যক্ষদর্শী পার্থ চক্রবর্তীর কথায় সকালে বাজারে যখন সেই মুহুর্তে হঠাৎই বাজারের একটি চায়ের দোকান আগুন দেখতে পাওয়া যাশ,এরপরেই বাজারে আসা লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পার্থর কথায় প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের পাইপ থেকে আগুন লেগে থাকতে পারে।

এদিন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে দমকল কর্মীর কথায় তারা দ্রুত চলে আসায় বড়োসড়ো বিপদ থেকে রক্ষা পেলো বাজারের অন্য দোকানগুলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code